Call Our Office Number: +88-031-710543

বিশ্বের বিভিন্ন দেশের প্রধান প্রধান শিল্প

১. লৌহ ও ইস্পাত শিল্প। দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, জাপান, চীন।
২. মোটরযান। দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, যুক্তরাজ্য, ফ্রান্স।
৩. পরিবহন বিমান। দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, জার্মান, জাপান।
৪. জাহাজ তৈরি শিল্প। দেশসমূহঃ জাপান, যুক্তরাজ্য, জার্মান, সুইডেন, ফ্রান্স।
৫. মেশিন টুল্‌স। দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান।
৬. বস্ত্র শিল্প। দেশসমূহঃ যুক্তরাস্ট্র, রাশিয়া, চীন, ভারত, জাপান। ৭. চিনি শিল্প। দেশসমূহঃ রাশিয়া, কিউবা, ভারত, যুক্তরাষ্ট্র।
৮. সিমেন্ট শিল্প। দেশসমূহঃ যুক্তরাজ্য, রাশিয়া, জার্মান, জাপান, ইতালি।
৯. পশম বস্ত্র শিল্প। দেশসমূহঃ রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, ভারত।
১০. সিল্ক বস্ত্র। দেশসমূহঃ জাপান, চীন, রাশিয়া. ফ্রান্স, যুক্তরাষ্ট্র।
১১. রেয়ন বস্ত্র। দেশসমূহঃ যুক্তরাজ্য, জাপান।
১২. পাট শিল্প। দেশসমূহঃ বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ব্রাজিল, ।
১৩. কাগজ শিল্প। দেশসমূহঃ যুক্তরাজ্য, কানাডা, জাপান,জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র।
১৪. সালফিউরিক এসিড। দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম।
১৫. পেট্রেকেমিক্যাল শিল্প। দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, জাপান।
১৬. ইলেকট্রনিক সামগ্রী। দেশসমূহঃ জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য।
১৭. ঔষধ শিল্প। দেশসমূহঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, জাপান।
১৮. দুগ্ধ ও দুগ্ধজাত সামগ্রী। দেশসমূহঃ ডেনমার্ক, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, হল্যান্ড।
১৯. পোশাক শিল্প। দেশসমূহঃ বাংলাদেশ, শ্রীলংকা, ভারত।