Call Our Office Number: +88-031-710543

বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

প্রশ্নঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুর্ব নাম কি?
উত্তরঃ পুর্ব পাকিস্তান স্কুল পাঠ্যপুস্তক বোর্ড।
প্রশ্নঃ পুর্ব পাকিস্তান স্কুল পাঠ্যপুস্তক বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৪ সালে।
প্রশ্নঃ কত সাল থেকে পাঠ্যপুস্তক বোর্ড উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যেমে এক শ্রেণীতে একটি বিষয়ে মাত্র একটি বই অনুরমাদন করে?
উত্তরঃ১৯৭২ সাল থেকে।
প্রশ্নঃ ন্যাশনাল কারিকুলাম ও সিলেবাস কমিটি কত সালে গঠিত হয়? উত্তরঃ ১৯৭৬ সালে। 
প্রশ্নঃ ন্যাশনাল কারিকুলাম ও সিলেবাস সংক্রান্ত প্রথম কামিটি কোন শিক্ষা কমিশনের আলোকে রিপোর্ট তৈরি করে?
উত্তরঃ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের আলোকে।
প্রশ্নঃ প্রাক-প্রাথমিক ও প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষকে অর্ন্তভুক্ত করে শিক্ষা মন্তালয়ের অধীনে কোন কমিটি গঠন করা হয়?
উত্তরঃ ১৯৮১ সালে ন্যাশনাল কারিকুলাম ডেভলপমেন্ট সেন্টার (হপফপ)গঠন করা হয।
প্রশ্নঃ কোন দুটি প্রতিষ্ঠানকে একীভূত করে বাংলাদেশ ন্যাশনাল টেক্সট বুক বোর্ড গঠন করা হয়?
উত্তরঃ ১৯৮৩ সালে ন্যাশনাল কারিকুলাম ডেভলপমেন্ট সেন্টার এবং বাংলাদেশ স্কুল টেক্রট বুক বোর্ডকে একীভুত করার মাধ্যমে।
প্রশ্নঃ বাংলাদেশ ন্যাশনাল টেক্সট বুক বোর্ড এর-নাম পরবর্তীতে কি রাখা হয়?
উত্তরঃ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্রট বুক বোর্ড (NCTB)।
প্রশ্নঃ এন সিটিবির প্রধান র্নিবাহীকে কি বলা হয়?
উত্তরঃ চেয়ারম্যান।